Home » খেলা » অধিনায়ক থেকে বাদ দেয়ায় হাথুরেসিংহকে উপযুক্ত জবাব দিলেন পেরেরা

অধিনায়ক থেকে বাদ দেয়ায় হাথুরেসিংহকে উপযুক্ত জবাব দিলেন পেরেরা

আর কিছুদিন পরেই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আর সেই ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে রাতে ঢাকায় আসছে হাথুরের শ্রীলঙ্কা। আর এই সফরের আগে শ্রীলঙ্কা দলের নতুন অধিনায়কের নাম ঘোষনা করা লঙ্কান বোর্ড। সেই বোর্ডের একাদশ অনুযায়ী নতুন অধিনায়ক হিসেবে ঘোষনা করা হয় ম্যাথুজের নাম।

আর সেটার পিছন জন্য পিছন থেকে চাল চেলেছিলেন কোচ হাথুরে। সরিয়ে দেওয়া হয় অধিনায়ক পেরেরাকে। আর অধিনায়ক থেকে সরে যাওয়া পেরেরা কিছুই বলেননি। সেটার রাগ ঝড়িয়েছেন প্রস্তুতি ম্যাচে। এ ম্যাচে ১১৯ রান করেন থিসারা।

বাংলাদেশের উদ্দেশ্যে শ্রীলঙ্কা ছাড়ার আগে সীমিত ওভারের অধিনায়ক ম্যাথুজ ও টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমালের অধীনে দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেন ক্রিকেটাররা।

৫ ছক্কা ও ১০ চারে ১১৯ রান করেন থিসারা। তার শতরানের উপর ভর করে ম্যাথুজের দল ৪৫.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৭৮ রান করে। জবাবে চান্দিমালের দল ৪১ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৩ রান করে। কিন্তু বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ড্র ঘোষণা করা হয় ম্যাচটি।

সংক্ষিপ্ত স্কোর-

ম্যাথুজের দল : ২৭৮ (৪৫ ওভার) (থিসারা ১১৯, ডিকভেলা ৫৬; প্রদিপ ২/৪৬, হাসারাঙ্গা ২/৪৫)।

চান্দিমালের দল : ২৭৩/৮ (৪১ ওভার) (হাসারাঙ্গা ৭০, ধনঞ্জয় ৪৭; আকিলা ৪/৮১)।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close