Home » ইসলাম » অনলাইন রচনা প্রতিযোগিতা-২০১৭

অনলাইন রচনা প্রতিযোগিতা-২০১৭

বিসমিল্লাহির রাহমানির রাহীম
সিরাতুন্নবী (ﷺ) উপলক্ষে
অনলাইন রচনা প্রতিযোগিতা-২০১৭
**গ্রুপ ‘এ’, বিষয়- ছোটদের রাসূল (ﷺ), রচনা সর্বোচ্চ ২,০০০ শব্দের মধ্যে, প্রতিযোগীর বয়স সর্বোচ্চ ১৮ বছর দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
১. প্রথম পুরষ্কার নগদ ২০,০০০ টাকা
২. দ্বিতীয় পুরষ্কার নগদ ১৫,০০০ টাকা
৩. তৃতীয় পুরষ্কার নগদ ১০,০০০ টাকা
**গ্রুপ ‘বি’ , বিষয়- বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (ﷺ), রচনা সর্বোচ্চ ৩,০০০ শব্দের মধ্যে, বয়স সকলের জন্য উন্মুক্ত।
১. প্রথম পুরষ্কার নগদ ২০,০০০ টাকা
২. দ্বিতীয় পুরষ্কার নগদ ১৫,০০০ টাকা
৩. তৃতীয় পুরষ্কার নগদ ১০,০০০ টাকা
>প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী এবং নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করতে পারবেন।
>রচনা সফট কপি siratunnabi17@gmail.com মেইলে পাঠাতে হবে।
>আলাদা কাগজে অংশগ্রহণকারীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি, রোল নাম্বার, মোবাইল নাম্বার, ই-মেইল, ফেসবুক আইডি ও বর্তমান ঠিকানা লিখতে হবে।
>‘এ’ গ্রুপে অংশগ্রহণকারীদের জন্য বয়স প্রমাণে জন্মসনদের কপি স্ক্যান করে পাঠাতে হবে।
>‘বি’ গ্রুপে অংশগ্রহণকারীদের জন্য জাতীয় পরিচয় পত্রের কপি স্ক্যান করে পাঠাতে হবে।
>প্রতিযোগিতায় অংশগ্রহণে গ্রুপ ও বিষয়ের নাম উল্লেখ করতে হবে।
>রচনা পাঠানো সর্বশেষ তারিখ ১৯ ডিসেম্বর’১৭ রাত ১১টা ৫৯মিনিট।
>যেকোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
***বিশেষ পুরষ্কার: গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ থেকে ৫ জন করে মোট ১০ জনকে আকর্ষণীয় বই সেট প্রদান করা হবে।

 

আয়োজনে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী
ঢাকা মহানগরী উত্তর

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close