Home » খেলা » অনুশীলনে মাশরাফির ইনজুরি!

অনুশীলনে মাশরাফির ইনজুরি!

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাব্বির রহমানকে বল করে ফলোথ্রুতে তা আটকাতে গিয়ে বাম হাতের আঙ্গুলে আঘাত পান। তবে ব্যথা কতটুকু গুরুতর তা এখনও জানা যায়নি।

বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে ব্যাটিং করছিলেন সাব্বির রহমান। তার বিপক্ষে বল করছিলেন মাশরাফি।

এক পর্যায়ে মাশরাফির একটি বল সাব্বির চার্জ করলে মাশরাফি তা হাত দিয়ে ঠেকাতে গেলে আঙ্গুলে ব্যথা পান।

হাটুতে আটবার অস্ত্রপচার করা ‘নড়াইল এক্সপ্রেস’ এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কোরি অ্যান্ডারসনের একটি স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার হয়।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close