Home » খেলা » আজ বলের আঘাতে আম্পায়ার নিহত

আজ বলের আঘাতে আম্পায়ার নিহত

রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন এলাকার বালুর মাঠে ক্রিকেট খেলার সময় বলের আঘাতে এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। তার নাম রফিকুল ইসলাম (১৭)। খেলায় সে আম্পায়ারের দায়িত্ব পালন করছিল। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

পরিবারের সঙ্গে রফিকুল মুগদা এলাকার দানবের গলির ১৭৩ নম্বর বাসায় থাকত। নিহতের বড় ভাই শফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করত রফিকুল।

শুক্রবার দোকান বন্ধ থাকায় সে বন্ধুদের সঙ্গে গ্রিন মডেল টাউন এলাকার বালুর মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিল সে। এ সময় বল এসে তার বুকে লাগলে সে অসুস্থ হয়ে পড়ে।

সেখান থেকে তাকে বাসায় নিয়ে গেলে তার অবস্থা আরো অবনতি হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলের হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close