Home » বিনোদন » আসছে শাহরুখের ‘ডন থ্রি’

আসছে শাহরুখের ‘ডন থ্রি’

পরিচালনার সক্ষমতা নিয়ে পরিচালক ফারহান আখতারের জুরি মেলা ভার। এরই মধ্যে তিনি তার প্রমাণ দিয়েছেন ডন ছবির প্রথম ও দ্বিতীয় পর্বের মাধ্যমে। দুটি ছবিই ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায়। আর তাই হয়তো খুব শিগগিরই বড় পর্দায় দেখা মিলবে ছবিটির পরবর্তী সিকুয়্যাল। ফারহান আখতারের প্রোডাকশন হাউজ এক্সেল এন্টারটেইনের সহমালিকানাধীনে থাকা রিতেশ সিধওয়ানির খবরটি জানিয়েছে।

রিতেশ বলেন, ‘আমরা এখন খুব গুরুত্ব দিয়েই ডন থ্রি নিয়ে আলোচনায় বসেছি। এরইমধ্যে ছবির কাহিনী ঠিক হয়ে গেছে। স্ক্রিপট নিয়ে লেখাও শুরু করেছি। খুব শিগগিরই টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’


এর আগে চলতি বছরের শুরুতে ফারহান আখতার জানান, হাতে বিভিন্ন প্রোজেক্ট থাকায় খুব ব্যস্ত সময় পার করছেন তিনি। ডনের সিকুয়্যাল নিয়ে খুব শিগগিরই জানাবেন তিনি।

গত বছরের মার্চ মাসে ফারহান প্রথম ডন সিনেমার তৃতীয় সিকুয়্যাল নিয়ে মিডিয়ার সামনে মুখ খোলেন। এতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। ফলে ফারহানকে সব সময় এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।


শাহরুখ অভিনীত ‘ডন’ সিনেমার প্রথম দুটি পর্ব মুক্তি পায় ২০০৬ ও ২০১১ সালে। এতে কিং খানের সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া। মূলত ১৯৭৮ সালে আমিতাভ বাচ্চান অভিনীত ডন ছবিটির রিমেক হচ্ছে শাহরুখের ডন সিরিজ।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close