Home » বিনোদন » ইরফানকে নিয়ে মুখ খুললেন দীপিকা পাডুকোন

ইরফানকে নিয়ে মুখ খুললেন দীপিকা পাডুকোন

বিনোদন.কম।।
শ্যুটিং বন্ধ হয়ে গেল ইরফান খানের সঙ্গে দীপিকা পাডুকোন জুটির পরবর্তী ছবির। কী বললেন নায়িকা, জেনে নিন তার স্পষ্ট বক্তব্য। মাত্র কয়েক দিন আগে, নিজেই টুইট পোস্ট করেছিলেন ইরফান খান। বিরল কাহিনির সন্ধান করতে করতে নিজেই কখন বিরল রোগের শিকার হয়েছেন, জানতেও পারেননি!

তার পরেই সন্দেহটা তীব্র হয় সকলের। একটি ওয়েবসাইটে প্রকাশিত ইরফানের বিরল রোগের মেডিক্যাল ট্রিটমেন্টে হঠাৎই তৈরি হয় চাঞ্চল্য। সত্যিই কি ইরফানের মস্তিষ্কে বাসা বেঁধেছে বিরল ধরনের কর্কট রোগ?


সুজিত সরকারের ‘পিকু’ (২০১৫) ছবিতে একই সঙ্গে অভিনয় করেছিলেন ইরফান খান ও দীপিকা পাডুকোন। শ্যুটিং হয়েছিল কলকাতায়। আবার বিশাল ভরদ্বাজের আগামী ছবিতে দীপিকার বিপরীতে সই করেছিলেন ইরফান। কিন্তু ইরফানের অসুস্থতার কারণে আপাতত স্থগিত বিশালের এই ছবি। অন্য ছবির প্রযোজককে ‘না’ বলে এই ছবির জন্য ডেট দিয়েছিলেন দীপিকা। একটুও বিচলিত না হয়ে প্রযোজকের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন দীপিকা।

এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্পষ্ট বলেছেন, ‘‘ইরফান খানের এখন নিজের জন্য সময় চাই। পরিবার তার পাশে দাঁড়িয়েছেন। আমিও মনপ্রাণ দিয়ে তার আরোগ্য কামনা করি। আমাদের সবার উচিত তার এই নৈঃশব্দ, এই গোপনীয়তাকে শ্রদ্ধা জানানো।’’

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close