Home » রাজনীতি » এবার ঢাকায় বড় ধরণের জনসভার ষোষণা বিএনপির

এবার ঢাকায় বড় ধরণের জনসভার ষোষণা বিএনপির

আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকায় বড় ধরণের জনসভা করার ষোষণা দিয়েছে বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে `অন্যায়ভাবে’ সাজা দেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, অনশন, গণস্বাক্ষর ও, স্মারকলিপির মতো নরম কর্মসূচির পর এবার জনসভার কর্মসূচি দিয়েছে দলটি।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অন্যায়ভাবে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। এর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ করতে চাই।


তবে সমাবেশ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান রুহুল কবির রিজভী। দুই স্থানকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র রিজভী বলেন, সমাবেশের জন্য ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চাওয়া হয়েছে।

রিজভী জানান, নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে শনিবার বিএনপির গণ-স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ কর্মসূচির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, অধ্যাপক আমিনুল ইসলাম, নিপূণ রায় চৌধুরী প্রমুখ।


এদিকে দেশের সর্বশেষ পরিস্থিতি ও খালেদা জিয়ার মামলার বিভিন্ন দিক নিয়ে আইনজীবী নেতৃবৃন্দের সাথে বৈঠক ডেকেছে বিএনপি। শুক্রবার বিকাল ৫টায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠক আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
24livenewspaper

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close