Home » খেলা » তামিমের বদলে কুমিল্লার অধিনায়ক হবেন যিনি!

তামিমের বদলে কুমিল্লার অধিনায়ক হবেন যিনি!

সাউথ আফ্রিকা সফরেই ইনজুরি আক্রান্ত হয়ে সিরিজ শেষ হয়ে যায় বাংলাদেশ দলের অপেনার তামিম ইকবালের। আর এবার তামিম ইকবালের বিপিএল খেলা নিয়েও শুরু হয়েছে অনিশ্চয়তার। ফিজিওর মত অনুযায়ী তামিম খেলতে পারবেন না এবারের বিপিএল। তাই তার দল কুমিল্লাতেও তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তার দেখা দিয়েছে। তবে তামিম যদি না খেলতে পারেন তবে কুমিল্লা দলকে লীড দিবেন কে সেটা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনার।

এই ব্যাপারটা ক্লিয়ার করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। নাফিস বলেন ,’ তামিম দেশে ফিরে আসার পর তার এমআরআই করানো হবে। আমরা আশা করছি তামিম সুস্থ হয়ে উঠে শুরু থেকেই আমাদের সঙ্গে থাকবেন। তাকে পাওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী আমি। তবে যদি তামিমকে আমরা না পাই সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে দেশী কাউকেই দেখা যাবে। বিদেশী কাউকে আমরা অধিনায়কত্ব দিচ্ছি না। ‘

উল্লেখ্য যে, তামিমের পরিবর্তে অধিনায়ক হতে যাচ্ছে ইংলিশ উইকেট কিপার বাটলার। এমন্টাও শুনা গিয়েছিল অনেকবার। তবে বাটলার যে অধিনায়ক হচ্ছে না তা নিশ্চিত করলেন নাফিসা কামাল নিজেই।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close