Home » খেলা » ধোনিকে ছাপিয়ে গেলেন রায়না

ধোনিকে ছাপিয়ে গেলেন রায়না

সোমবার নিদাহাস ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ বলে ২৭ রানেরেএক ঝড়ো ইনিংস খেলেন সুরেশ রায়না। আর তার সঙ্গেই তিনি টপকে গেলেন এমএস ধোনিকে। আন্তর্জাতিক টি২০তে রানের নিরিখে তিনি পেরিয়ে গেলেন ধোনিকে। ধোনির ছিল ১৪৪৪ রান। এই সিরিজে তিনি খেলছেন না। তাই হয়তো সহজেই তাকে পেড়িয়ে যাওয়া গেল। না হলে লড়াইটা হতো হাড্ডাহাড্ডি। এই ম্যাচের শেষে রায়নার রান ১৪৫২। ধোনিকে ছাপিয়ে যেতে রায়নার দরকার ছিল ১৯ রান।

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রায়না। তার ১৫ বলে ২৭ রানের ইনিংস সাজানো ছিল দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি দিয়ে। এর পর নুয়ান প্রদীপের বলে আউট হন তিনি। বিশ্ব ক্রিকেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ২২৭১ রান নিয়ে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডেরই ব্রেন্ডন ম্যাকালাম। তার রান ২১৪০। ১৯৮৩ রান নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন বিরাট কোহালি।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close