Home » বিনোদন » নিজের রেকর্ড নিজেই ভাঙেন, নিজেই গড়েন সালমান খান

নিজের রেকর্ড নিজেই ভাঙেন, নিজেই গড়েন সালমান খান

আলী আব্বাস জাফর পরিচালিত সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি ভারতীয় বক্স অফিসে সাড়ে তিন শ কোটি রুপির মতো আয় করেছে।

এই ছবির মাধ্যমে সালমার তার আগের অনেক রেকর্ড ভাঙলেন। এর আগে এই অভিনেতার ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘সুলতান’ ছবি দুটি তিন শ কোটি রুপি ছাড়িয়েছিল। তবে সালমানের আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে ‘টাইগার জিন্দা হ্যায়’।

সালমানের মতে, রেকর্ড করা হয় তা ভাঙার জন্য। তিনি চান, এ বছরে যেন অন্য কোনো ছবি তার ছবির থেকেও বেশি ব্যবসাসফল হয়।


সালমান বললেন, ‘আমি চাই এ বছর ইন্ডাস্ট্রিতে আরও বড় সাফল্য অর্জন করুক। আরও হিট ও ব্লকবাস্টার ছবির মাধ্যমে আমাদের শিল্পকে বড় করা এখন জরুরি। তাহলে আরও বেশি মানুষের কর্মসংস্থান হবে, অনেক বেশি মানুষ বিনোদন পাবেন।’

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যে সালমান ভীষণ খুশি। তিনি বলেন, কোনো রেকর্ড সারা জীবন ধরে রাখা সম্ভব নয়। বরং রেকর্ড গড়ে ওঠে ভবিষ্যতে ভাঙার জন্য।

সালমানের চাওয়া, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পর আরও নতুন কোনো রেকর্ড হোক।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close