Home » খেলা » প্রীতি জিনতা দেখতে চাচ্ছে আমলার সাথে তামিমের ওপেনিং জুটি

প্রীতি জিনতা দেখতে চাচ্ছে আমলার সাথে তামিমের ওপেনিং জুটি

২০১৭ সালটা বেশ ভালো কেটেছে তামিম ইকবালের। ছিলেন ২০১৭ সালের বিশ্বসেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। আর তামিম ২০১৮ সাল টাও শুরু করেছেন দারুন ভাবেই।

ত্রিদেশীয় সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও নিজের জাতকে চিনিয়েছেন তামিম ইকবাল। তুলে নেন সেঞ্চুরি। আর আভাস দিয়ে রাখেন ত্রিদেশীয় সিরিজে ভালো কিছু করার জন্য। আইপিএলে এবার নিজ দলে তামিমকে পেতে মরিয়া প্রীতি জিনতা।

আর তামিমের এমন পারফর্মেন্সের পর ভারতীয় ওয়েব সাইটটি জানিয়েছে, তামিম ইকবালকে কিনতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাবই। তবে শেষ পর্যন্ত কোন দলে তামিম খেলতে পারেন সেটাই দেখার বিষয়। আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ জানুয়ারী।

এশিয়া ও বিশ্বের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। এই বছরটি তো তার জন্য ছিল দারুণ। সব মিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। টেস্ট, টি-টুয়েন্টি এবং ওয়ানডে তিন বিভাগেই অসাধারণ পারফরমেন্স করছে তিনি।

আর সেই পারফর্মেন্সের সুবাদেই এবারের আইপিএলের নিলামে নাম উঠতে যাচ্ছে এই ক্রিকেটারের। আর সেই সাথে আইপিএলে দলও পেতে পারেন তিনি। এই খবরটি জানিয়েছে ভারতীয় একটি শীর্ষ সারির পত্রিকা।

পত্রিকাটির বরাত দিয়ে আরো জানিয়ে দেওয়া হয় এই কাতারে রয়েছে রাজস্থান, চেন্নাই এবং প্রীতি জিনতার পাঞ্জাবের নাম।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close