Home » রাজনীতি » বিএনপিকে ভোট দিলে দেশ পিছিয়ে যাবে: মোশাররফ

বিএনপিকে ভোট দিলে দেশ পিছিয়ে যাবে: মোশাররফ


আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিলে দেশ ‘আগের মতো পিছিয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার ফরিদপুরের বদরপুরের নিজ বাড়িতে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জনগণকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিন। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আর বিএনপিকে ভোট দিলে দেশ আগের মতো সন্ত্রাস ও দুর্নীতিতে ভরে গিয়ে পিছিয়ে যাবে।’


তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন মাথাপিছু গড় আয় ছিল ৫৩০ ডলার। আর এখন সেটা দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ ডলারে। তিনগুণ বেশি গড় মাথাপিছু আয় বেড়েছে দেশে। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।’

এ সময় মন্ত্রী জানান, ঢাকা থেকে আলাদা করে ফরিদপুর অঞ্চল নিয়ে ‘পদ্মা’ নামে বিভাগ করা হবে, যার হেড কোয়ার্টার হবে ফরিদপুরে। এতে ফরিদপুর অঞ্চলের মানুষকে কাজের জন্যে আর বেশি ঢাকায় যেতে হবে না।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. আবু নঈম মো. আব্দুস ছবুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এরাদুল হক প্রমুখ।


পরে মন্ত্রী সদর উপজেলার ৯২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং নদী ভাঙনের শিকার ৬২টি পরিবারের মাঝে ৩ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।

ওয়ান নিউজ বিডি,

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close