Home » আন্তর্জাতিক » মাতাল ছেলেই ফাঁসিয়ে দিলো নেতানিয়াহুকে!

মাতাল ছেলেই ফাঁসিয়ে দিলো নেতানিয়াহুকে!

নেতানিয়াহুর উকিলের যত দৌড়াদৌড়ি। এমনিতে নানা দুর্নীতি মামলায় জর্জরিত ইসরায়েলি প্রধানমন্ত্রী। গোদের ওপর বিষফাঁড়া হয়ে বিধছে নেতানিয়াহুর মাতাল ছেলের ফাঁস হওয়া এক অডিও বার্তা। এটি ঠেকাতেই এখন গলদঘর্ম উকিল মহাশয়।

মদ্যপ অবস্থায় বাবার কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু। এক স্ট্রিপ ক্লাব থেকে বের হয়ে তিনি এক বন্ধুকে বলেন, আমার বাবা তোমার বাবার জন্য ২০ বিলিয়ন ডলারের বিল পাস করিয়েছেন। আর তুমি আমার সাথে ৪০০ সেকেলের জন্য লড়াই করছ?


নেতানিয়াহুর ছেলের বন্ধুর বাবা কোবি মায়মুন ‘গ্যাস টাইকুন’ নামে পরিচিত। দুই বন্ধুর ২০১৫ সালের আলাপচারিতার অডিও রেকর্ডটি ফাঁস করে দিয়েছে ইসরাইলি রেডিও ‘চ্যানেল ২ নিউজ’।

গ্যাস ব্যবসায়ীকে অবৈধ সুযোগ দেয়ার অডিও টেপটি এমন সময় ফাঁস হল যখন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে ইসরাইলি পুলিশ ও অন্যান্য বাহিনী।

যমুনা অনলাইন

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close