Home » রাজনীতি » সংসদ নিজেই যখন ঘুমিয়ে, জাতি জাগবে কি করে ?

সংসদ নিজেই যখন ঘুমিয়ে, জাতি জাগবে কি করে ?

সংসদ অধিবেশনে ঘুমিয়ে পড়া তার পুরনো অভ্যাস! সংসদ সদস্যদের বক্তৃতার সময় তাদের পাশে বা পেছনে বসেই বেঘোরে ঘুমাচ্ছেন এমন দৃশ্য টিভি ফুটেজেও এসেছে। এ কারণে তাকে প্রধানমন্ত্রীর পেছনের সারি থেকে সরিয়ে অন্য সারিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও অবস্থার পরিবর্তন হয়নি। আবারো অধিবেশনে ঘুমিয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের জন্য টেবিলে উত্থাপিত পশ্নোত্তরের পর ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। প্রথম আলোচক হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রায় ৩৫ মিনিট বক্তৃতা করেন। বক্তব্য রাখতে শুরু করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার আলোচনার শুরু থেকেই সাবেক সাহারা খাতুনকে দেখা যায় ঘুমে ঢলে পড়তে। কখনও কখনও টেবিলের ওপর মাথা নুয়ে পড়ছে তার। আবার কখনও বাম চোয়ালে হাত রেখে ঘুমিয়ে পড়ছেন। মুক্তিযোদ্ধা মন্ত্রীর পেছনের চেয়ারে বসায় বার বার টেলিভিশনের পর্দায় তার ঘুমন্ত চেহারাটি ফুটে ওঠে। – June 8, 2017

banglamail71

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close