Home » খেলা » সাকিব অাল হাসান, স্টিভ স্মিথের সাথে শির্ষে উঠে অাসলেন কাগিসো রাবাডা

সাকিব অাল হাসান, স্টিভ স্মিথের সাথে শির্ষে উঠে অাসলেন কাগিসো রাবাডা

অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে ১১টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এরপরই আইসিসি টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানটি দখল করে নিয়েছেন তিনি। তাছাড়া তার ক্যারিয়ারে প্রথমবারের মতো রেটিং পয়েন্ট ৯০০ ছাড়িয়েছে।

বর্তমানে ৯০২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে টেস্ট ফরম্যাটে সেরা বোলারের জায়গাটি দখল করে রেখেছেন কাগিসো রাবাদা। ৮৮৭ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ৮৪৪ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।


সাদা পোশাকের ক্রিকেটে অলরাউন্ডারদের মধ্যে সেরা জায়গাটি দখল করে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪২১। ৩৯১ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রবীন্দ্র জাদেজা। ৩৬৮ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

গতকাল শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে ছয় উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে ১৫০ রান দিয়ে ১১টি উইকেট নেন কাগিসো রাবাদা।

ব্যাটিংয়ে সেরা দশে ফিরলেন ডি ভিলিয়ার্স। প্রথম ইনিংসে ১২৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন এবি। ১৩৯ রানের লিড পায় প্রোটিয়ারা। বোলিং প্রান্ত থেকে অজিদের তোপের মুখে রাখেন ২২ বছর বয়সী রাবাদা। দুই ইনিংসে ১১টি উইকেট (৫ ও ৬) দখল করেন এই ডানপাতি পেস সেনসেশন।

৬ উইকেটের উড়ন্ত জয়ে চার ম্যাচের হোম সিরিজে ১-১ সমতায় দ. আফ্রিকা। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাবাদার দুই টেস্টের নিষেধাজ্ঞা। সিরিজই শেষ হয়ে গেছে তার। নিষিদ্ধ রাবাদার সিরিজ শেষ

র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শুরু করা রাবাদা ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে হটিয়ে হারানো অবস্থান ফিরে পেয়েছেন। রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৯০২। দু’জনের মধ্যে পয়েন্টের পার্থক্য ১৫।

ডি ভিলিয়ার্সের টিমমেট হাশিম আমলা এক ধাপ এগিয়ে ৯-এ নাম লিখিয়েছেন। পাকিস্তানের আজহার আলী এক ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন। দুই ধাপ অবনমনে দশে ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। টপ টেনের বাইরে চলে গেছেন ‍নিউজিল্যান্ডের রস টেইলর (১১তম)।


অলরাউন্ডার তালিকার শ্রেষ্ঠত্ব সাকিব আল হাসানের হাতেই। সেরা পাঁচে বাংলাদেশ আইকনের পেছনে যথাক্রমে রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বেন স্টোকস ও ভারনন ফিল্যান্ডার। সাকিবের (৪২১) চেয়ে ৩০ রেটিং পয়েন্ট দূরে জাদেজা।

এক নজরে সেরা দশ ব্যাটসম্যান:স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, চেতশ্বর পুজারা, এবি ডি ভিলিয়ার্স, আজহার আলী, হাশিম আমলা ও অ্যালিস্টার কুক।


টপ টেন বোলার: কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জশ হ্যাজলউড, নেইল ওয়াগনার, রঙ্গনা হেরাথ, ভারনন ফিল্যান্ডার, মিচেল স্টার্ক, নাথান লায়ন।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close