Home » বিনোদন » স্বামীর ধার মিটিয়ে দুঃখ নিয়ে মারা গিয়েছেন শ্রীদেবী

স্বামীর ধার মিটিয়ে দুঃখ নিয়ে মারা গিয়েছেন শ্রীদেবী

নিউজ ডেস্ক।।

ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী অভিনেত্রী ও সুপাস্টার শ্রীদেবীর মৃত্যুর পর বেশকয়েকদিন কেটে গেলো। তার মৃত্যুর পর কম আলোচনা-সমালোচনা হয়নি। বাথটাবে ডুবে মারা যাওয়ার ঘটনা মেনে নিতে এখনো রাজি নন অনেকেই। কেউ কেউ এখনো মনে করেন শ্রীদেবীকে খুন করা হয়েছে। অনেকেই তার এই হঠাৎ চলে যাওয়া এখনও মেনে নিতে পারেননি। এর মধ্যেই শ্রীদেবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মামা বেণুগোপাল রেড্ডি।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে বেণুগোপাল বলেন, আমরা শুনেছিলাম কয়েকটা ছবিতে শ্রীদেবীর স্বামী বনি কপূরের বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল। যা পূরণ করতে বনি শ্রীদেবীর সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। যা নিয়ে শ্রীদেবী অত্যন্ত দুঃখিত ছিল। তবুও ও সব সময় হাসিমুখেই থাকার চেষ্টা করতো। সেই দুঃখটা নিয়েই চলে গেল।’


তিনি আরও বলেন, বনি একটি ছবি প্রযোজনা করেছিলেন, যা মুক্তি পায়নি। তখন থেকেই তাঁদের আর্থিক সমস্যা শুরু হয়। স্বামীর ধার মেটাতে নিজের সম্পত্তি বিক্রি করে দিয়েছিল শ্রীদেবী।

এদিকে বেণুগোপালের এই বিস্ফোরক সাক্ষাত্কারের পর বিভিন্ন প্রশ্ন উঠছে। সত্যি কি প্রযোজক স্বামীর আর্থিক ক্ষতির কারণে দুঃখে ছিলেন শ্রীদেবী ? সত্যিই কি তাঁর সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছিল? তবে এ বিষয়টি নিয়ে শ্রীদেবীর পরিবারের তরফ থেকে এখন পর্যন্ত কেউ কিছু বলতে রাজি হয়নি। এদিকে এধরনের তথ্য ছড়িয়ে পরার পর আবারো বলিউড পাড়ায় নানা আলোচনা শুরু হয়েছে। সূত্র: আনন্দ বাজার

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close