Home » বিনোদন » হঠাৎ করেই রাজলক্ষ্মী অফিসে মিশা

হঠাৎ করেই রাজলক্ষ্মী অফিসে মিশা

পরিচালক সমিতির প্রধানের অসম্মানজনক বাক্য, বহিষ্কার বিষয়ে শিল্পী সমিতির নীরবতা- এসব কারণে কিছুদিন আগে চলচ্চিত্রের বিভিন্ন সমিতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল রাজ পরিবার। যদিও নায়করাজ বরাবরই এ বিষয়ে নীরব থেকেছেন। তবে গত আগস্ট মাসে কিংবদন্তি এ অভিনেতার চিরবিদায়ের পর সবাই একছাতার নিচে আসেন। বিশেষ করে শিল্পী সমিতির সঙ্গে রাজ পরিবারের যোগাযোগটা আরও সুন্দর হয়।
এবার তার রেশ পাওয়া গেল সমিতির সভাপতি মিশা সওদাগরের হঠাৎ ‌রাজলক্ষ্মী প্রডাকশনে উপস্থিতিতে।
আজ সোমবার সকালে নায়করাজের প্রযোজনা প্রতিষ্ঠানে গিয়েছিলেন মিশা।
সেসময় অফিসে ছিলেন নায়করাজের ছেলে অভিনেতা খালিদ হোসেন সম্রাট। তিনি বলেন, ‘মিশা ভাই এদিক দিয়েই যাচ্ছিলেন। ফোন করে বললেন, আমি অফিসে আছি কিনা? তাই এসে দেখা করে গেলেন। এছাড়া ১৯ অক্টোবর তার বাসায় একটা দাওয়াতও আছে।’

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close