Home » খেলা » ১০ ওভার শেষে ভারতের সর্বশেষ সংক্ষিপ্ত স্কোর দেখুন

১০ ওভার শেষে ভারতের সর্বশেষ সংক্ষিপ্ত স্কোর দেখুন

শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত । প্রথম পর্বের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল লঙ্কানরা। ফিরতি লেগে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার মিশনে নেমেছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে লক্ষ্য থাকবে এই ম্যাচে জিতে ফাইনালের পথে এগিয়ে যাওয়া। অন্যদিকে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শ্রীলঙ্কা শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে অধিনায়ক দীনেশ চান্দিমালের নির্বাসন।

শ্রীলঙ্কা = ১৫২/৯ । ভারত= ৮৫/৪ ওভার= ১০ । রোহিত শর্মা=১১(আউট) , শেখর ধাওয়ান=৮(আউট) , লোকেশ রাহুল= ১৮ আউট , সুরেশ রায়না= ২৭(আউট) ,মনিষ পান্ডে= ১৪ ।

প্রতি ইনিংসে মাত্র এক ওভার হারাল অর্থাৎ খেলা হবে ১৯ ওভারের। চার ওভার বোলিং করতে পারবে চার বোলার, এক বোলার ৩ ওভার করবে ।

ভারত : রোহিত শর্মা (সি), শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দিনেশ কার্তিক , লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাত, ইউজভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর, দীপক হুদা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ।

শ্রীলঙ্কাঃ ডানুশকা গুনাথিলকা, কুসাল মেন্ডিস, কুশাল পেরেরা, উপুল থারাঙ্গা, দসুন শানাকা, থিসারা পেরেরা (সি), জীবন মেন্ডিস, আকিলা ধানগঞ্জ, দুশমেন্টহা চমেড়া, নুওয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল, ইশুরু উদানা, আমিলা আপনসো, ধনঞ্জয় দে সিলভা ।

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close