Home » লাইফ স্টাইল » সম্পর্ক ভাঙলে মেয়েদের চেয়ে বেশি ভেঙে পড়ে ছেলেরাই, কেন জানেন?

সম্পর্ক ভাঙলে মেয়েদের চেয়ে বেশি ভেঙে পড়ে ছেলেরাই, কেন জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক: সবাই বলে, সম্পর্ক ভাঙলে মেয়েদের ওপর বেশি প্রভাব পড়ে। বাস্তবে বিষয়টি তেমন নয়। সম্পর্ক ভাঙলে মেয়েদের থেকে বেশি ভেঙে পড়েন ছেলেরাই, এমনই তথ্য প্রকাশ করেছেন আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ২০০০ সালে একটি সমীক্ষার জন্য প্রায় ২০০০ পুরুষের নাম নতিভুক্ত করেছিলেন তাঁরা। সেটাই ছিল তাঁদের বিচ্ছেদের বছর।

তারপরে ৬–৯ বছর বাদে তাঁরা কেমন আছেন, সেটা দেখতে ফের সেই পুরুষ ও মহিলাদের কাছে হাজির হন সমীক্ষকরা। সেখানেই দেখা যায় মহিলারা এতদিনে আগের সম্পর্ক থেকে বেরিয়ে ভালই আছেন, কিন্তু মুশকিল হয়েছে ছেলেদের। তাঁরা নাকি একটা সম্পর্ক বিচ্ছেদের পরেও দীর্ঘদিন তাঁর প্রভাব কাটিয়ে উঠতে পারেন না।

এরপরে ৯৬ টি দেশের প্রায় ৫,৭০৫ জনের উপর ফের নতুন করে সমীক্ষা চালানো হয়। সেখানেও একই ফল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষরা প্রাক্তন সঙ্গীর স্মৃতি ভুলতে পারেননি। গবেষক ক্রিস মরিসের মতে, ছেলেরা সম্পর্কের প্রথম দিকে হালকা চালে চললেও, ধীরে ধীরে সম্পর্কে ভীষণ ভাবে ঢুকে যায়। ফলে স্বাভাবিক ভাবেই বিচ্ছেদের সময় তাঁদের উপর প্রভাব পড়ে বেশি। -ওয়েবসাইট

 

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close