Home » খেলা » পরাজয়ের সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড ক্রিকেট দলের র‌্যাংকিংয়ে বিশাল পতন

পরাজয়ের সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড ক্রিকেট দলের র‌্যাংকিংয়ে বিশাল পতন

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে টেস্ট সিরিজ পরাজয়ের সঙ্গে সঙ্গেই আইসিসি র‌্যাংকিংয়ে বিশাল হোঁচট খেয়েছে ইংল্যান্ড দল। বিরাট কোহলি বাহিনীর কাছে ৪-০ টেস্ট সিরিজ হারের ইংলিশরা।

ফলে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের দুই নাম্বার স্থান থেকে পাঁচ নাম্বার স্থানে পতন হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। অন্যদিকে, সিরিজ জয়ের ফলে টেস্ট র‌্যাংকিংয়ে
শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেই শেষ হবে ভারতীয়রা।

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি র‌্যাংকিং প্রকাশ করেছে। আগে ১০৫ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয়স্থানে ছিল ইংল্যান্ড। তবে বর্তমান র‌্যাংকিংয়ে ইংলিশদের রেটিং ১০১। অবস্থান ৫ম।

এদিকে শীর্ষে থাকা ভারতের রেটিং ১২০। দ্বিতীয়স্থানে থাকা অজিদের রেটিং ১০৫। ১০২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে পাকিস্তান। সমান রেটিং নিয়ে চতুর্থস্থানে দক্ষিণ আফ্রিকা।

৬ষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ৯৬, সমান রেটিং নিয়ে ৭ম নম্বরে শ্রীলংকা। ৬৯ রেটিং নিয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ৬৫ রেটিং নিয়ে বাংলাদেশ ৯ নম্বের এবং ৫ রেটিং নিয়ে সবার শেষে রয়েছে জিম্বাবুয়ে।

 

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close