Home » খেলা » মুস্তাফিজ খেলবেন না কাল! কথাটা কী সত্যি?

মুস্তাফিজ খেলবেন না কাল! কথাটা কী সত্যি?

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলছেন না মুস্তাফিজুর রহমান। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় তাকে বিশ্রামে রাখা হচ্ছে। ম্যাচের আগের দিন এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

মুস্তাফিজের বদলে পেসার শুভাশীস রায়কে দেখা যেতে পারে মূল একাদশে। টিম ম্যানেজমেন্ট থেকে পাওয়া গেছে এমনই আভাস। কিন্তু কাটার


মাস্টার মুস্তাফিজ দ্বিতীয় ম্যাচে খেলবেন কি খেলবেন না সেই সঠিক উত্তরটা মিলবে বৃহস্পতিবার ভোর রাতেই।

এদিকে, রুবেল হোসেনের মতো পরীক্ষিত বোলার থাকার পরও শুভাশীসকে মূল একাদশে নেয়াকে অনেকেই মেনে নিতে পারছেন না। সেটা নিয়ে এখন জটিলতা দেখা দিয়েছে।

শুভাশীস এখন পর্যন্ত ৪৭টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। তাতে তার মোট শিকার ৫৮টি। তিনবার তিনি ইনিংসে চারটি করে উইকেট নিয়েছেন। যথেষ্ট সমীহজাগানিয়া পারফর্ম। তারপরও রুবেলের তুলনায় শুভাশীস নিতান্তই অকিঞ্চিৎকর।

এ দিকে প্রথম ম্যাচে দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন মুস্তাফিজ। ১০ ওভারে ৬২ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। এর আগে কোনো ওয়ানডেতে এতো রান দেননি মুস্তাফিজ। ইনজুরি থেকে ফেরার ধকল তার চোখেমুখে স্পষ্ট ছিলো।

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close