Home » খেলা » টাইগারদের সাথে কেমন আচরণ করবে নেলসনের উইকেট?

টাইগারদের সাথে কেমন আচরণ করবে নেলসনের উইকেট?

স্পোর্টস ডেস্ক: আগামীকাল সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সফরকারী মাশরাফি বাহিনী।

নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশ সময় ভোর চারটার দিকে ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে প্রথম ম্যাচটি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে কিউইরা।

এই কারণে দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা অানতে চায় মাশরাফিরা। কেমন আচরণ করবে

নেলসনের উইকেট? এই সিদ্ধান্ত ভাবনা এখন ঘুরপাক খাচ্ছে! তবে নেলসনের এই মাঠে কিউইদের পরাস্ত করা বেশ চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়।

কারণ নিউজিল্যান্ডের অন্যান্য পিচের চেয়ে নেলসনের এই পিচকে স্লোয়ার হিসেবে ধরা হয়। এর আগের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে এই মাঠে পরে ব্যাটিং করা দলই বেশি জয় পেয়েছে।

সুতরাং যেই দলই টসে জিতবে সেই দলই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিবে সেটি বলাই বাহুল্য। তার ওপর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার নেলসনের আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, এই মাঠেই গত বছর বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে ম্যাচ জিতেছিলো টাইগাররা। এই জয়ই মূলত আত্মবিশ্বাস যোগাচ্ছে মাশরাফিদের।

 

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close