Home » বিনোদন » ৩০০ কোটি পাড় করল আমিরের ‘দঙ্গল’, ভাঙল সব রেকর্ড

৩০০ কোটি পাড় করল আমিরের ‘দঙ্গল’, ভাঙল সব রেকর্ড

বিনোদন ডেস্ক : সমস্ত রেকর্ড ভেঙে ৩০০ কোটি কামিয়ে নিল আমির খানের ‘দঙ্গল’৷ ছবিতে একজন রেসলার ও কোচের ভূমিকায় দেখা গিয়েছে মিস্টার পারফেকশনিস্টকে৷ ভারতে এখনও পর্যন্ত এই ছবি ১৯৭ কোটি কামিয়েছে৷ এছাড়াও এই ছবির ওভারসীজ বিজনেস ১১১.৬১ কোটি৷ হিসেব করে দেখা গিয়েছে,

এখনও পর্যন্ত এই ছবি মোট ৩০৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

ভারতীয় কোচ ও রেসলার মহাবীর সিং ফোগটের বায়োপিক ‘দঙ্গল’৷ ছবিতে আমিরের সঙ্গে সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সান্যা মলহোত্রা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন৷ নীতীশ তিওয়ারি এই ছবির পরিচালনা করেছেন।

এক সপ্তাহ পার করার আগেই ৩০০ কোটি পার করে গিয়েছে ‘দঙ্গল’৷ নিউ ইয়ার উইকেন্ড এখনও বাকি৷ মনে করা হচ্ছে, এ সপ্তাহ পার করলেই সমস্ত রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন তৈরি করতে পারে আমিরের ‘দঙ্গল’। -কলকাতা২৪।

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close