Home » খেলা » ২০১৭ সালের বাংলাদেশ ক্রিকেট দলের সফর সূচি

২০১৭ সালের বাংলাদেশ ক্রিকেট দলের সফর সূচি

স্পোর্টস ডেস্ক: এ বছরে অনেক ম্যাচ রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালের কঠিন পরীক্ষার মুখেই থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক সিরিজ খেলতে হবে দেশে ও দেশের বাইরে। বছরের প্রথম অংশে বেশির ভাগ সিরিজই খেলতেই দেশের বাইরে উড়ে যেতে হবে মাশরাফি- মুশফিকদের।

২০১৭ সালে অন্তত পাঁচটি সিরিজ খেলতে দেশের বাইরে যাবে বাংলাদেশ। ঘরের মাঠেও থাকবে অন্তত তিনটি সিরিজ।আপাতত দীর্ঘ এক সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন মাশরাফিরা। সেখানে তিন ম্যাচের


ওয়ানডে সিরিজ শেষে এখন চলছে টি-টোয়েন্টির প্রস্তুতি। তারপর খেলতে হবে টেস্ট সিরিজ।

দেশে ফেরার পর শুরু হবে ভারতের বিপক্ষে টেস্টের প্রস্তুতি। ফেব্রুয়ারির আট তারিখ থেকে হায়দরাবাদে অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি। এবারই প্রথম ভারতের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ।

তারপর মার্চ মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাশরাফি- মুশফিকদের যেতে হবে শ্রীলঙ্কা।একমাস পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে যেতে হবে আয়ারল্যান্ড। সেখানে তৃতীয় দল নিউজিল্যান্ড। আয়ারল্যান্ড থেকে দল যাবে ইংল্যান্ডে। এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে সেখানেই।

জুলাই মাস থেকে ঘরের মাঠে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। তারা চলে গেলে আসতে পারে অস্ট্রেলিয়া। স্থগিত সফরটা হতে পারে এ বছরই।অস্ট্রেলিয়ার সঙ্গে হোম সিরিজ শেষ করে ক্রিকেটাররা উড়াল দিবেন দক্ষিণ আফ্রিকায়। নয় বছর পর সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবেন মাশরাফি-মুশফিকরা।

 

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close