Home » খেলা » নেতৃত্ব দিতে নেমে জীবনের শেষ ম্যাচে ঝড় তুললেন ধোনি

নেতৃত্ব দিতে নেমে জীবনের শেষ ম্যাচে ঝড় তুললেন ধোনি

স্পোর্টস ডেস্ক : এই হলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি চলতে শুরু করলে কোনও বোলারই তাকে থামাতে পারেন না। সেটাই আরও একবার দেখা গেল মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। খবর এবেলার।

নেতৃত্বের আর্মব্যান্ডটা শেষবারের মতো এদিন পরেছিলেন ধোনি। মঙ্গলবারই নেতা ধোনির শেষদিন। তার পরেই সাবেক ভারত অধিনায়াকের দলে নাম লেখাবেন তিনি। নেতৃত্ব থেকে সরে গেলেও থেকে যাবে তাঁর গৌরবের আখ্যান।

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে

টস হারলেন ধোনি। তবে ব্যাট করলেন রাজার মতো। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে ধোনি সম্পর্কে বলতে গিয়ে সুনীলগাভাস্কার জানিয়েছিলেন, ধোনি যদি ক্রিকেটার হিসেবে সরে যেতেন তাহলে সবার আগে ধর্নায় বসতেন তিনি। ধোনি নেতৃত্ব থেকে সরলেও ভারতের হয়ে খেলবেন। মুম্বাইতেই দেখিয়ে দিলেন, যতদিন তিনি খেলবেন, ততদিন এভাবেই বোলারদের শাসন করবেন।

প্রথমে ব্যাট করে মাহির দল তুলেছে ৫০ ওভারে চার উইকেটে ৩০৪। শেষ পর্যন্ত টিকে থেকে ধোনি মাত্র ৪০ বলে ৬৮ রান করেন। আটটি চার ও দু’টি ছক্কা হাঁকান ধোনি। শেষ ওভারে ঝড় তোলেন ভারতের সফলতম অধিনায়ক। শেষ ওভারে দুটো ছক্কা, দুটো চার-সহ ২৩ রান নেন ওকসের ওভার থেকে। আর ওই ২৩ রানের সুবাদেই ভারত ‘এ’ দল পৌঁছে যায় ৩০৪ রানে। জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে যুবরাজ সিংয়ের। তিনিও কম যাননি। ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে আজ তো ধোনির দিন। সবাই দেখতে চেয়েছিলেন নেতা ধোনিকে। শেষবারের মতো।

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close