Home » খেলা » স্ক্যানের পর তামিমের হাতের বুড়ো আঙুল দেখা গেল ব্যান্ডেজ… তবে কি

স্ক্যানের পর তামিমের হাতের বুড়ো আঙুল দেখা গেল ব্যান্ডেজ… তবে কি

স্পোর্টস ডেস্ক: চোট পাওয়ার পরপরই স্ক্যান করিয়েছিলেন। চিড় ধরা পড়েনি। আঙুল ফোলা থাকলেও সেটি নিয়ে ব্যাট করছিলেন নেটে। কিন্তু ম্যাচের আগের দিন হঠাৎ তামিম ইকবালের বাঁ হাতের বুড়ো আঙুল দেখা গেল ব্যান্ডেজ করা। তবে কি খারাপ কিছু?

দূর থেকেই ইশারায় জানতে চাইতেই তামিম ‘থামস আপ’ দেখিয়ে জানিয়ে দিলেন, শঙ্কার কিছু


নেই। নেটে ব্যাটিংও করলেন। তার পর গ্লাভস খুলে দেখালেন হাতের অবস্থা। ফোলা খানিকটা আছেই। সতর্কতার জন্য বুধবার সকালে আরও একবার স্ক্যান করা হয় তামিমের হাতে। ধরা পড়েনি কোনো সমস্যা।

তামিম জানালেন, ব্যথা আছে এবং থাকবেই, এমনিতে কোনো সমস্যা নেই। তবে ব্যথা আছে। সেটা যাবেও না। ডাক্তার বলে দিয়েছেন ব্যথা নিয়েই সিরিজটি খেলতে হবে। কিছু করার নেই, ব্যথা ম্যানেজ করবে হবে। ব্যাথার কারণে টেস্ট খেলব না, সেটা তো হয় না!

মাউন্ট মঙ্গানুইতে তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ নিতে গিয়ে চোট বাধিয়েছিলেন তামিম। সেই ম্যাচে ক্যাচ নিতে গিয়েই হাঁটুতে চোট পাওয়া ইমরুল কায়েসেরও আর সমস্যা নেই।

 

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

মন্তব্য

আপনার ইমেইল গোপন থাকবে - আপনার নাম এবং ইমেইল দিয়ে মন্তব্য করুন, মন্তব্যের জন্য ওয়েবসাইট আবশ্যক নয়

*

Open

Close